খড়গপুরে চালু হলো রিলায়েন্স ডিজিটাল।

দীর্ঘ প্রতীক্ষার পরে, খড়গপুরের বাবা হোন্ডার কাছে ওটি রোডে রিলায়েন্স ডিজিটাল স্টোরটি আজ খোলা হলো।


খড়গপুরের সুপরিচিত যুব নেতা অমিত পান্ডে বাবু রিলায়েন্স গ্রুপের জনপ্রিয় এই ডিজিটাল স্টোরের উদ্বোধনে উপস্থিত ছিলেন। স্টোর ম্যানেজার শানি সাহা ওনাকে স্বাগত জানান।