খড়গপুর: উত্তর প্রদেশের হথরসে দলিত যুবতীর গণধর্ষণ করে হত্যা সহ কেন্দ্র সরকারের কৃষক বিরোধী আইনের প্রতিবাদে ও পঃবঙ্গ সরকারে দুর্গা পূজা কমিটি গুলো কে ৫০০০০ টাকা অনুদানেরজন্য ধন্যবাদ জানাতে বাংলার যুব শক্তির রাজ্যের Co-ordinator নির্মাল্য চক্রবর্তী নেতৃত্ব এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়।
এই বাইক মিছিলে খড়গপুর থেকে এক বিশাল বাইক মিছিলে বাংলার যুব শক্তির জেলার Co-ordinator অমিত পান্ডের নেতৃত্বে খড়গপুর থেকে মেদিনীপুর যায় এই মিছিলে উপস্থিত ছিলেন খড়গপুর তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি আকাশ মেহতা ও খড়গপুরের FUM অমল কর্মকার, জিতেশ মহাপাত্র প্রমুখ।