কালি পুজোর উদ্বোধনে হটাত সবাই কে চমকে দিলেন যুব নেতা অমিত পান্ডে



খড়গপুর: চলতি মাসের ১৪ নভেম্বর খড়গপুর গ্রামীণের জফলা গ্রামে আয়োজিত হয় কালি পুজোর উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায়, খড়গপুর শহরের বিধায়ক প্রদীপ সরকার, খড়গপুরের যুব নেতা অমিত পান্ডে, জফলা ২ এর গ্রাম পঁচায়েত তথা খড়গপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজিত এই অনুষ্ঠানে পুজা কমিটির পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষদের হাতে কম্বল তথা সাড়ী বিতরণ করা হয় সেই বিতরণের সময়ই সবাই কে চমকে দেন খড়গপুরের যুব নেতা অমিত পান্ডে, সাড়ী অথবা কম্বল প্রদান করার সময় উনি প্রতিটি দুঃস্থ মহিলা দের পা ছুঁয়ে প্রণাম করেন।


যেখানে ছোটোখাটো নেতারা অহংকারে ভরে যায় সেখানে একজন যুব নেতার প্রণাম পেয়ে অমিত পান্ডে কে আশীর্বাদে ভরে দেন সেই বৃদ্ধ মহিলারা।
উক্ত ঘটনা দেখে উত্সাহে ভরে যান গ্রামের মানুষ।
গ্রামেরই একজন বৃদ্ধ রিন্টু রায় বলেন " এমন মাটির মানুষ নেতা হলেই আমাদের পরবর্তী প্রজন্ম ও সমাজ সুরিক্ষত "