আদি পুজা কমিটি এই বছরের শুভ সূচনা

খড়গপুর: মালঞ্চা তে আদি দুর্গা পূজা কমিটির পুজোর ভার্চুয়ালী শুভ সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বেন্দাপাধ্যায়, পুজো মন্ডপে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করলেন রাজ্যসভা সাঁসদ মানষ ভুঁইয়া, বিধায়কা গীতা রানী ভুঁইয়া, খড়গপুর পুরসভার প্রাক্তন পৌরপিতা রবি শঙ্কর পান্ডে ও খড়গপুরের যুব নেতা ও বাংলার যুব শক্তির জেলার সঞ্চালক অমিত পান্ডে বাবু।