হথরস গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিল


 

উত্তর প্রদেশের হথরসে দলিত যুবতীর ধর্ষণ তথা হত্যার প্রতিবাদে আজ মিছিল করলো খড়গপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ, বিরাট আকারের এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের খড়গপুরের শহর সভাপতি আকাশ মেহতা ও বাংলার যুব শক্তির পঃ মেদিনীপুর জেলার সহ-সঞ্চালক অমিত পান্ডে
এই মিছিলে পা মেলান পঃ মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস এর সহ সভাপতি রবি শঙ্কর পান্ডে ও জেলার নেতা দেবাশিস চৌধুরী।
মিছিল খড়গপুর কলেজ থেকে সুরু করে  ইন্দা পেট্রল পাম্পে শেষ হয়।